Nation

কিম জং উন সুস্থ হয়ে ফেরাতে খুশি হলেন ট্রাম্প

অনেক জল্পনার পর, শেষমেশ প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার প্রধান

@ দেবশ্রী : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অসুস্থতার সময় উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি সুস্থ হয়ে ফেরাতে খুশি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই তিনি খোদ ট্যুইট করে বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘সে সুস্থ ভাবে ফিরে আসাতে আমি খুশি।’

গুরুতর অসুস্থ বা সম্ভবত মারা গেছেন এমন তীব্র জল্পনা শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ বাদে প্রথম প্রকাশ্যে এলেন কিম জং উন। উত্তর কোরিয়ার স্টেট টেলভিশন দেখিয়েছে, পিয়ংইংয়ের উত্তরে সানচনে একটি সার কারখানা উদ্বোধনে এসে কিম হাঁটছেন, ব্যাপকভাবে হাসছেন এবং সিগারেট খাচ্ছেন।

১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাঁকে ঘিরে জল্পনা ছড়ায়। রিপোর্টে দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। কিন্তু তবুও প্রকাশ্যে না আসায় তাঁকে ঘিরে সমগ্র পৃথিবীতে জল্পনা চলছিলই। কিন্তু এখন অবসান হয়েছে সকল সন্দেহের।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: