Culture
কুমোরটুলির ব্যস্ততা , ডাক পড়েছে থিম মেকারদের। বৈঠক চলছে গোপনে , এবারের থিম কি ?
" টানা টানি যতই থাকুক , হার মানা চলবে না " এমনি মনোভাব নিয়ে ছোট-বড় -মেজ সবাই লড়াইয়ে ফিরছে !
ঠিক সাতান্ন দিনের মাথায় শারদ সম্মানের বিচারকরা পাড়ায় পাড়ায় যাবেন আপনাদের পূজা মণ্ডপে। কেমন হবে এবারের থিম , কি ভাবনা থাকবে এবারের পুজোতে। ইঙ্গিত দিতে আমাদের ফোন করুন আমরাই তুলে ধরবো আপনাদের কথা ,যোগাযোগ করুন আমাদের সাথে ৮০১৭৪০২৫৩৯ (সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত )