Economy Finance

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিওয়ালির উপহার,৫ শতাংশ ডিএ ঘোষণা সরকারের

অন্তত ৫০ লক্ষ সরকারি কর্মচারী এর ফলে উপকৃত হবেন ।

প্রেরণা দত্ত :  এ বার থেকে বাড়তি ৫ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আগে ১২ শতাংশ হারে ডিএ পেতেন তাঁরা। এ বার থেকে সেই ডিএ-র হার দাঁড়াল ১৭ শতাংশ।দীপাবলির আগে মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি বড় উপহার দিল৷ বুধবার সেকথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এই বাড়তি হারে ডিএ পাবেন। একই সঙ্গে প্রায় ৬২ লক্ষ পেনশনভোগীও বাড়তি ডিএ-র সুবিধা পাবেন।৫ শতাংশ ডিএ একধাক্কায় বাড়ানোর ফলে  কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১৬ হাজার কোটি টাকা।২০১৯-এর অক্টোবর থেকে এই ডিএ-র জেরে বেতন কিছুটা বৃদ্ধি পাবে। ২০১৬-র থেকে একসঙ্গে এত ডিএ বৃদ্ধি এই প্রথম।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: