Science & Tech

কেন স্থগিত চন্দ্রযান-২ এর অভিযান : দিল্লির মুখ ভার !

শেষ মুহূর্তে ধরা পড়ল প্রযুক্তিগত ত্রুটি, রবিবার রাত ২টো ৫১ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস মার্ক ৩ রকেট বা বাহুবলীর

১) শেষ মুহূর্ত স্থগিত হয়ে গেল চন্দ্রযান ২ এর উড়ান। উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগেই ধরা পড়ে গেল ত্রুটি।
২) জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস মার্ক ৩ রকেট বা বাহুবলীর রবিবার রাত ২টো ৫১ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল ।
৩) প্রযুক্তিগত ত্রুটির কারণে কাউন্টডাউনের সময়েই তা স্থাগিত করে দেওয়া হল।
৪) উত্ক্ষেপণের পরবর্তি দিনক্ষণ পরে জানানো হবে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে।
৫) বাহুবালীর উড়ান নিয়ে কোনও চিন্তা নেই ,উত্ক্ষেপণের আগে ইসরো কর্তারা জানিয়েছিলেন।
৬) পাশাপাশি ইসরোর প্রধান জানান, অভিযান বাতিল হলে পরে তা উত্ক্ষেপণ করা যেতে পারে তবে তার জন্য
৭) চাঁদের মাটিতে অবতরণ নিয়েই চিন্তা বেশি।
৮) সময় লেগে যেতে পারে এক সপ্তাহ বা এক মাস ,জটিল প্রযুক্তিগত পদ্ধতি পার হতে হবে।।
৯) কাউন্টডাউন রবিবার সকাল থেকেই শুরু হয়। শ্রীহরিকোটার সতীশ ধবন কেন্দ্রে ছিল সাজসাজ রব।
১০) অভিযান বাতিল করে দিতে হয় একেবারে শেষ সময়।
১১) ইসরোর তরফে বিস্তারিত কিছু বলা হয়নি কবে হবে অহমি যাত্রা।
১২) ৬৪০ টনের রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিয়েকল মার্ক ৩(GSLV Mk III) ভারতের সবথেকে শক্তিশালী রকেট।
১৩) প্রায় ৩৭৫ কোটি টাকা রকেটটি বানাতে খরচ হয়েছে ।
১৪) ৪৪ মিটার উঁচু এই রকেটের উচ্চতা প্রায় ১৫ তলা বিল্ডিং-এর সমান। ।
১৫)এই রকেটের একটা ডাকনামও আছে, ভারতের সবথেকে শক্তিশালী রকেটের ডাকনাম ‘বাহুবলী’।
১৬) বাহুবলী টানা ১৬ মিনিট উড়ানের পর চন্দ্রযান-২-কে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে ।
১৭) পথও তো নেহাত কম নয়, সেখান থেকে প্রায় ২ মাস ধরে চাঁদের পথে এগোতে থাকবে চন্দ্রযান-২।
১৮) ৩.৮৪ লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায়।
১৯) ৬ সেপ্টেম্বর রোভার প্রজ্ঞান-কে নিয়ে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম দুই মাসের যাত্রা শেষে ।
২০) প্রজ্ঞান যান ছয় চাকার তার পরেই বেরিয়ে আসবে ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: