Culture

কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ এবার নজর কাড়তে চলেছে দূর্গা পুজোর আসরে !

দাদা দিদির দয়া ছাড়াও বড় পুজো সম্ভব' শুধুই ইচ্ছা শক্তি থাকলেই হয়। মাঝারি বাজেটের পুজো হলেও নজর করবে এবার আশাবাদী , কারণ ৮ থেকে ৮০ সবাই এক।

এবারে চমকে দেবে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ।তবে খুব চাপা স্বরে কথা বলছেন সবাই , কারণ থিমের পরিকল্পনা কাউকেই বলছেন না ক্লাব কতৃপক্ষ।তবে ওপিনিয়ন টাইমস কে জানালেন কর্তৃপক্ষ এবারের থিম “একই মায়ের সন্তান ” . চলছে শেষ চার মাসের প্রস্তুতি।পুজোর কাজ হাতে তুলে নিয়েছেন শিল্পী অমর সরকার। তারই সামগ্রিক পরিকল্পনায় সেজে উঠেছে এই পূজা প্রাঙ্গন। পালা করে চলছে কাজের তদারকি করা। তবে সবকিছু বললেও থিমের কথা বলতে নারাজ ক্লাব কর্মকর্তারা। তবে যা ইঙ্গিত করলেন তাতে এবারের থিম সাম্প্রতিক কোন ঘটনা কে নিয়ে কাজ করছেন।

বলা যায় কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ তারা তৈরি করছে বিভিন্ন্য ছোট ছোট কমিটি, আর তারা সকলেই নিজেদের দায়িত্বে কাজ করবে আগামীতে । সব বয়সের মহিলা ও পুরুষ থাকবে ওই বিভিন্ন কমিটিতে। ৮ থেকে ৮০ কোমর বাঁধতে শুরু করেছে অন্যান্য বারোয়ারীদের সাথে পাল্লা দিয়ে পুরস্কার জিতে নিতে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: