কেস দেবো না এবার হেলমেট দিচ্ছি : উত্তর দিনাজপুর পুলিশ !
পুজোর মধ্যেই জন সচেতনতার কাজ সেরে ফেললেন উত্তর দিনাজপুর পুলিশ। বারংবার বলা সত্ত্বেও অবহেলা করে খালি মাথায় জেলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে বাইক চালকরা। তাই এবার আর ধরপাকড় নয়। খালি মাথায় হেলমেট পড়িয়েদিলেন পুজোর উপহার হিসেবে।
প্রচারের বিভিন্ন্য ক্ষেত্রে টাকা খরচ করলেও ফল হলনা কিছুই , তাই জেলা পুলিশ বাইক ধরার অভিযানের থেকে সরে এসে ১০০ টি হেলমেট দিলেন প্রতীকী প্রচার হিসেবে। তবে যাদের হেলমেট দিলেন তাদের সকলেরই হেলমেট বাড়িতে থাকলেও পড়েন না কেওই। জেলা পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যেই অভিযান চালালেও সচেতন হতে চাইছেন না বাইক আরোহীরা। তার ফলে মাঝে মধ্যেও বড় ধরণের দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না ।
“সেভ ড্রাইভ সেভ লাইফ” প্রচারের কোটি কোটি টাকা খরচ করলেও , ফলাফল শূন্য।রাজ্য সরকার গত জুন মাসে একটি নির্দেশিকায় বলেছিলেন যে ” পেট্রল পাম্পে কেন বাইক আরোহী পেট্রল ভরতে এলে তার সাথে হেলমেট পড়া না থাকলে তাকে যেন পেট্রল না দেওয়া হয়।” দিন ২০ ধরপাকড় থাকলেও বর্তমানে আর কেও গুরুত্ব দেয়না। তাই আর উপায় না দেখে হেলমেট বিলি করে চেষ্টা করছেন জেলা পুলিশ প্রশাসন।