কোরোনার কারণে ট্রেন বাতিল বহু স্থানে, উত্তেজনা ঠাকুর নগরে
তাদের দৈনিক রুটিরুজি চালানো হয়ে উঠবে দুর্বিষহ

তিয়াসা মিত্র : কোরোনার কারণে প্রথমে ৭ টা পর্যন্ত ট্রেন চলবে জানানো হলেও পরে সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে প্রশাসন ১০ পর্যন্ত ট্রেন চলবে বলে জানায় । এরই মধ্যে আজ সকালে থাকুনগর এলাকার ট্রেন বাতিল হতে সমস্ত ফুল ব্যাবসায়ীরা ট্রেন লাইনে নেমে বিক্ষোভ শুরু করে এবং পরে সেই লাইন দিয়ে অন্য ট্রেন যেতে না পাড়াতে শুরু হয়ে নিত্যযাত্রীদের সাথে বচসা এবং পরে হাতাহাতি পর্যন্ত হয়ে।
সকাল থেকে এই পরিস্থিতি থাকার পর এখন পরিস্থিতি সামাল দেওয়া গাছে বলে পুলিশ সূত্রে খবর। বিক্ষোভকারীরা জানান- সকালের ট্রেনে তারা ব্যাবসার কাছে বেরিয়ে পড়ান এবং ট্রেন তাদের মূল জাতাইয়াৎ-এর মাদ্ধম, সেটি বন্ধ করে দেওয়া মানে তাদের একদিনের লোকসান, কারণ তারা ভয়ে আছে প্রশাসন থেকে যদি ফুল নিষিদ্ধ করে দেয় তখন তাদের দৈনিক রুটিরুজি চালানো হয়ে উঠবে দুর্বিষহ। তাই যতদিন না এরকম কোনো খবর না আসছে, ততদিন তারা একদিনের লোকসান করতে নারাজ