
তিয়াসা মিত্র : ” শেষ হইয়াছিল না শেষ ” কয়েকদিন আগেই শোনা গেছিলো করোনা নেই আর সেই দেশে তাই মাস্ক পড়া ছিলোনা বাধ্যতামূলক। আর আজ সেই দেশেই বিস্ফোরক-এর মতন ফাটল করোনা। একদিনে ১০ লক্ষ্য মানুষ আক্রান্ত হলো করোনাতে ?! দুটি ঢেউ-এর থেকে বেশি হয়েছে এই বারের আক্রান্তের সংখ্যা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সোমবার আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৪২ হাজার মানুষ।
এখন আমেরিকার করোনা বংশধর অমিক্রন। চারদিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন বেড়ে গেছে। এর সাথেই মৃত্যু হয়েছে ৮ লক্ষ্য ২৬ হাজার মানুষের।