ক্যান্সারে দুবছরের মেয়েকে হারালেন পাকিস্তানী ক্রিকেটার আসিফ আলী
ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরঘুমে পাকিস্তানী ব্যাটসম্যান আসিফ আলীর সন্তান
পাকিস্তানের আসন্ন বিশ্বকাপ দলের প্রাথমিক স্কোয়াডে নেই তাঁর নাম। নিজেকে প্রমাণ করার জন্য তাই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ বেছে নিয়েছিলেন পাকিস্তানী ব্যাটসম্যান আসিফ আলী। আর এই ম্যাচ চলাকালীনই এলো দুঃসংবাদ। আসিফ আলীর ২বছরের মেয়ে ফতিমা নূর আক্রান্ত ছিলেন ক্যান্সারের মতো মারণ ব্যাধীতে। তার চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্টের এক হাসপাতালে ভর্তি করিয়ে পাকিস্তানের হয়ে খেলার জন্য ইংল্যান্ডে চলে এসেছিলেন আসিফ। সেখানেই পেলেন মেয়ের মৃত্যুর খবর। সিরিজের ফলাফল ইংল্যান্ডের অনুকূলে হলেও আসিফ কিন্তু পাকিস্থান হারার পরও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। এমনকি তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেরিয়ারের সর্বোচ্চ ৫২ রান করেন। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে গেছেন আসিফ। ইসলামাবাদ ইউনাইটেড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ইসলামাবাদের একসময়কার কোচ ডিন জোন্স এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।