Health

ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ, স্বাস্থ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর করোনা পজিটিভ !

অফিস হয়েছে স্যানিটাইজ, কর্মীদের পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে

@ দেবশ্রী : কেউই যেন করোনার নজর থেকে লুকিয়ে থাকতে পারছে না, বেড়ে চলেছে সংক্রমণ। করোনা মোকাবিলায় এইমসে নিযুক্ত হয়েছিলেন স্পেশ্যাল ডিউটি অফিসার (ওএসডি)। এইমসের ‘টিচিং ব্লক’-এ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের অফিসেরই একটি অংশে বসতেন তিনি। এবার সেই অফিসের নিরাপত্তারক্ষীর শরীরে পাওয়া গেল কোভিড সংক্রমণের নমুনা।

জানা যাচ্ছে, শনিবার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ওই নিরাপত্তারক্ষীর। সূত্রের খবর, ওই এসডি যেখানে বসতেন সেই বিভাগের পুরো অফিস খালি করে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হয়েছে। এছাড়াও দফতরের অধিকাংশ কর্মী এবং অন ডিউটি স্পেশ্যাল অফিসারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে সকল কর্মীর নমুনা। তবে এই নিরাপত্তারক্ষীর সংস্পর্শে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এসেছেন কিনা সে ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: