Sports Opinion

ক্রিকেটের মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আম্পায়ার নাসিম শেখ

নাসিম শেখ তাঁর জীবনের শেষ দিনেও পালণ করলেন ভালোবাসার ক্রিকেটের প্রতি নিজের দায়বদ্ধতা।

তানিয়া চক্রবর্তী :  ক্রিকেটের প্রতি তাঁর  ভালোবাসা ছিল অপরিসীম। সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ হয়েও ক্রিকেটের টানে মাঠে ছুটে আসতেন নাসিম শেখ। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলেও পৌঁছে গিয়েছিলেন বাইশগজের চৌহদ্দিতে। প্রশিক্ষিত আম্পায়ার হিসেবে বহু ম্যাচ তিনি পরিচালনা করেছেন জীবনের শেষ দিনেও এর ব্যতিক্রম হয়নি। ৫৬ বছরের নাসিম শেখ সোমবার করাচির এক ক্লাব স্তরের ম্যাচ পরিচালনার সময় হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, করাচির গুলবার্গ এলাকার টিএমসি মাঠে লইয়ার্স টুর্নামেন্টের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাসিম। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়ে ওঠেনি। পেশায় একজন কসাই নাসিম স্থানীয় মানুষের কাছে মাংস বিক্রেতার থেকেও বেশি জনপ্রিয় ছিলেন আম্পায়ার হিসাবে। বেশ কিছুদিন ধরে তিনি হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। বছরের শুরুতে অ্যাঞ্জিওগ্রাফি করিয়ে কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি। তারপরই মাঠে ফেরেন আম্পায়ার হিসাবে। শেষমেশ আম্পায়ারের পোশাকেই জীবনের জীবনের ইনিংস শেষ করেন নাসিম।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: