ক্রিসমাসের আগেই বাড়ল শহরের তাপমাত্রা।
কদিন ধরেই ঠান্ডায় জমে রাজ্যবাসী, কিন্তু তাতে খানিক বিরতি দিয়ে কমে গেল ঠান্ডা।
@ দেবশ্রী : বাড়ল একটু শহরের তাপমাত্রা। টানা অনেকদিন ধরে হাড় কাঁপানো ঠান্ডার মজা নিতে পারল না রাজ্যবাসী। বড়দিনে এ বার আর অন্য বছরের মতো জাঁকিয়ে শীত পোহানো হল না বাঙালির। চড়ছে পারদের মান। তবে শীত খানিক কমলেও শীতের আমেজ থেকে বঞ্চিত যাবে না রাজ্যবাসী। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সূত্রের মাধ্যমেৰে জানা যায়,গত তিন-চার দিন ধরে যে পরিমানে শীত পড়েছিল,তার তাল কেটে এ বার পারদ কিছুটা উপরে উঠল।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি নীচে রয়েছে।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। আর তার সাথেই ছিল উত্তুরে হাওয়ার দাপট।যার ফলে শনিবার কৃষ্ণনগর-সহ কিছু এলাকায় দেখা যায় শৈত্যপ্রবাহ। কলকাতাতেও জাঁকিয়ে শীত পড়েছিল। তবে রবিবার থেকে মেঘ এবং কুয়াশার জেরে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা বেশ কিছুটা কমেছে শহরে।
আলিপুর হাওয়া দফতর জানায়,ঠান্ডা তুলনামূলক ভাবে কমলেও শীতের আমেজ ভালই থাকবে। কয়েকদিন তাপমাত্রা একটু চড়বে,তারপর আবার পুনরায় নামতে শুরু করবে। তবে সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টিও হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর। এর সাথে তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পারদ কিছুটা চড়লেও পশ্চিমের জেলাগুলো কিন্তু কনকনে ঠান্ডায় কাঁপছে। উত্তরবঙ্গেও হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি তৈরী হয়েছে।