ক্ষতি পূরণের দাবী তে দত্ত পুকুরে রাস্তা অবরোধ , গাছ পরে মৃত্যু: উত্তরের যোগাযোগ বিচ্ছিন্ন
গত কাল ঝড়ের তান্ডবে মৃত দেবাশীষের পাড়া প্রতিবেশীরা পথ অবরোধ করলেন
দেবাশীষ শীল মৃত্যু ঘিরে চাঞ্চল্য সকাল আটটা থেকে এখনো পর্যন্ত চলছে অবরোধ ওদের দাবি রাস্তার পাশে যত গাছ আছে অবিলম্বে সেগুলো গাছগুলো কাটতে হবে। দেবাশীষ শীল তার পরিবারকে সরকারি সাহায্য দিতে হবে। যতক্ষণ না আমরা আশ্বাস পাবো ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাব। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর চালতে বেরিয়া পূর্বপাড়া হেলা বটতলা।স্থানীয় ভিডিও ও থানার বড় বাবু এসে কথা দিলেও অবরোধ চলছে , বিক্ষোভ কারীদের অভিযোগ অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজে তার পূরণ হয় না তাই লিখিত না দিতে হবে , নাতো এই অবরোধ চলবে। দেবাশীষ একমাত্র রোজগেরে ছেলে , ওর পরিবারে এক অবিবাহিত বোন ও মা বাবা আছে তাই ওর সরকারি সাহায্য দরকার , স্থানীয়রা বলেন , সরকার এর আগেও অনেক কে কথার কথা দিলেও কাজে কিছু হয় নি। উত্তর ২৪ পরগনা জুরে সকাল থেকে জ্যাম জট এর ভিগান্তি শুরু , তবে রবিবার বলে কিছুটা রেহাই। ঘটনা স্থলে বিরাট পুলিশ বাহিনী।