Health
খুদে সদস্যের মনের হদিশ
‘অটিজম’ আজকের দিনে বেশ পরিচিত এক সমস্যা। সাধারণত এটি এক ধরনের স্নায়ুগত সমস্যা। বাচ্চা ২ বছরের হয়ে গেলে তার বিকাশের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।শিশুর বুদ্ধির বিকাশ ঠিকমত নাহলে কথা বলতে দেরি হবে ,অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে অসুবিধা হবে,একই শব্দ বারবার ব্যবহার করবে।এমন শিশুদের কিছু শেখাতে বেশ অসুবিধা হয়।এই রোগে আক্রান্ত শিশু অমনোযোগী ও প্রচন্ড দুরন্ত প্রকৃতির হয়।
তবে প্রথম থেকেই সচেতন হলে সমস্যা বেশি মাথা চারা দিতে পারে না।এক্ষেত্রে বাবা মা কে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে শিশু মনোবিদের পরামর্শ নিতে হবে।বাচ্চার সাথে বাবা-মায়েরও কাউন্সেলিং দরকার। ঠিকঠাক কাউন্সেলিং-এর মাধ্যমে শিশু তার ভবিষ্যৎ জীবনে উত্তীর্ন হবে।