Big Story
খুনী মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের ছাপ : মুকুল রায়
বাংলার সর্ব শ্রেষ্ট মনীষী মমতা বন্দ্যোপাধ্যায় : মুকুল রায়
আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মুকুল রায় এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমন্ধে। এর আগে অনেক আক্রমণ করলেও খুনি মমতা বলে সম্বোদন করেন নি। বাংলার রাজনীতিতে নতুন এক ভাষা সন্ত্রাসের সৃষ্টি হয়েছে , এই সংস্কৃতির শুরু হয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষের রাজনীতিরর থেকে। আজ সেই কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন মুলুল যে বুদ্ধ বাবুর পাঞ্জাবিতে রক্তের দাগ বলে ছিল মমতা আর এখন তিনি দেখতে পাচ্ছেন মমতার সারিতে রক্তের ছাপ. মুকুল বাবু তুচ্ছতাচ্ছিল্য করে বলেন এই রাজ্যের সবচেয়ে বড় বুদ্ধিজীবীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছবি ছোট আর মমতার ছবি বড় ,
এখন দেখার মমতা ব্যানার্জী এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন।