West Bengal

খুন হয়েছে খানাকুলের তৃণমূল নেতা, মনোরঞ্জন দলীয় চোরাস্রোতে তলিয়ে গেলেন না তো ! : অভিষেক যাচ্ছেন !

খানাকুলে তৃণমূলের নেতাকে পিটিয়ে খুন, দলীয় কার্যালয়ে হামলা তাই আজ খানাকুলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার সকালে ডোমকলে তৃণমূল কর্মীর পর রাতে হুগলির নেতা খুন খানাকুলে ।অভিযোগ দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে পিটিয়ে খুন করার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

গতকাল সন্ধেবেলায় হরিশচকে তৃণমূল কার্যালয়ে ছিলেন খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রাক্তন কর্মাধ্যক্ষ মনোরঞ্জন পাত্র। এই সময় কিছু লোক এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বলেন প্রতক্ষ্যদর্শীরা । রাতে তার রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায় দলীয় কার্যালয়ের কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে।

বাড়ি না ফেরায় মনোরঞ্জনকে খুঁজতে শুরু করেন বাড়ির লোক । তার মধ্যেই এলাকার লোকজন মাঠের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দেন।মনোরঞ্জনবাবু কে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই খুনের সঙ্গে জড়িত আছে । বিজেপি অবশ্য ওই অভিযোগ মানতে চান নি।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যখন মনোরঞ্জন বাবু পার্টি অফিস ছিলেন তখন অন্য নেতা কর্মীরাও ছিলেন , অঞ্চলের মানুষ ছিল। আর এটা ঘটেছে সন্ধে বেলায় , তাহলে তখন কেন প্রতিরোধের ব্যবস্থা করা হল না ? কেন পুলিশ কে খবর দেওয়া হল না কেন ? দলীয় চোরাস্রোতে তলিয়ে গেলেন না তো মনোরঞ্জন !

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: