Nation
খুলল কেদারনাথ মন্দির, তবে প্রবেশ এখন নিষেধ দর্শনার্থীদের
করোনা মোকাবিলায় লড়াই করছে সকলে, তাই নিয়ম মেনেই খোলা হবে মন্দির
@ দেবশ্রী : খুলে গেল কেদারনাথ মন্দির। আজ বুধবার সকাল ছটা বেজে ১০ মিনিট নাগাদ ১৬ জনকে সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছান প্রধান পুরোহিত। তবে মন্দির খুললেও দর্শন আপাতত বন্ধই থাকছে। কারণ মহামারী করোনায় গোটা দেশ বিধ্বস্ত। এই পরিস্থিতিতে তীর্থযাত্রীদের কোনওভাবেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
২০২০-র ২৯ এপ্রিলের নির্ধারিত সময়সূচি মেনেই এবার কেদারনাথ মন্দির খোলা হবে। চলতি মাসের গোড়াতেই এ নিয়ে একপ্রস্থ বৈঠক সেরেছে মন্দির কমিটি। সেখানেই নিশ্চিত করা হয় যে মন্দির নির্ধারিত সময়েই খোলা হবে।
তবে মন্দির খোলা থাকলেও সেখানে এখন কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। কেবল পুরোহিত ১৬ জনকে নিয়েই মন্দির খুলবেন। করোনা মহামারী যতদিন না বিদায় নিচ্ছে চলবে এই নিয়ম।