West Bengal

খুশির ঈদে ফেরা হলো না বাড়ী

নতুন জামা কাপড় রাস্তায় পড়ে থাকলো , শুধু এলো ফিরে রক্ত দুটো দেহ , গ্রামে শোকের ছায়া

গতকাল ইফতার সেরে বাড়ি ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু দুই। ঘটনাটি মুর্শিদাবাদের রেজিনগরের । মৃতের নাম আলকন সেখ ও আতিকুল মোল্লা। বাড়ি রেজিনগরের রঘুনাথপুর গ্রামে। দুজনে মোটরবাইক এ করে বাড়ি ফেরার পথে পলাশি থেকে বহরমপুর গামী একটি ডাম্পার এসে ধাক্কা মারে। স্থানীয়দের তৎপরতায় আহতদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আতিকুল মোল্লাকে মৃত বলে জানান। হাসপাতালে পৌঁছানোর কিছু সময় পর মারা যায় আলকন সেখ। ঘাতক ডাম্পার পলাতক।জেলা পুলিশ তদন্তের নাম অবহেলা করছে গ্রাম বাসীদের অভিযোগ। প্রতি মাসেই এই ধরণের দুর্ঘটনা ঘটে এই অঞ্চলে , জেলা সিপিআই এমের পক্ষে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামার হুমকি।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: