Weather

খুশির ঈদে বৃষ্টি

ঈদের দিনে বৃষ্টিতে ভাসলো কলকাতা ও তার আশেপাশের শহরতলি

বুধবার ছিল ঈদ। আর সেই খুশির মেজাজেই সকাল থেকেই বৃষ্টিতে ভাসলো কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গ।

এ দিন সকাল থেকেই আকাশে রোডের দেখা মেলে নি। গ্রীষ্মের চেনা দহনের বদলে মেঘের ছায়া ছিল সারা দিন। আজ মেখলা থাকায় দিনের তাপমাত্রাও বাড়ে নি। বেলা আড়াইটে নাগাদ কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে মেঘের গর্জন আর তার সাথে বৃষ্টি। আর তা উপেক্ষা করেই পথে ঘটে বেরিয়ে পড়েন অনেকেও। রং বেরঙের পোশাকের সঙ্গে তাদের হাতে ছিল ছাতা।

আলিপুরে আবহাওয়া দফতর সূত্রের খবর আজ বৃহস্পতিবারে ও বৃষ্টির সম্ভাবনা আছে.সাময়িক ভাবেও এই দহন জ্বালা থেকে নিষ্কৃতি মিললেও আসল বর্ষা কবে আসবে তা এখনই বলতে পারছেন না আবহবিজ্ঞানীরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: