খেলার মাঠ দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জামুড়িয়ায়
মহিলাদের মারধর থেকে শ্লীলতাহানির অভিযোগ । ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ বাহিনী।
আসানসোল পৌর নিগমের অন্তর্গত জামুড়িয়ার এক নম্বর বোরো অধীন ৬ নম্বর ওয়ার্ড বেড়ালা আদিবাসী পাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজ সকালে স্থানীয় কিছু মানুষ বহিরাগত দের এনে খেলার মাঠ দখল করার চেষ্টা করছিল ।খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ করেন। সে সময় বহিরাগত দুষ্কৃতীরা মহিলাদের কে মারধর এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।স্থানীয়দের দাবি দীর্ঘ দিন
ধরে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে আসছে। স্কুলের যেকোন ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হয় ।এমনকি স্থানীয় বাসিন্দারা এই মাঠেই শরীর চর্চা করে থাকেন। কিন্তু স্থানীয় কিছু মানুষের মদতে বহিরাগত দুষ্কৃতীরা এই মাঠ দখল করা জন্য আসা মাত্রই স্থানীয় আদিবাসী সহ গ্রামের বাসিন্দারা রুখে দাঁড়ালে উভয়ের মধ্যে মারপিট হয় ।পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা এলাকা ছাড়তে বাধ্য হয় ।ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গেছে ।ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।