Big Story
গঢ়চিরৌলীতে বিস্ফোরণে প্রাণ গেলো, ১৫জন কমান্ডো সহ গাড়ির চালকের
ভোটের মধ্যেই প্রাণ গেলো পুলিশকর্মীদের, উত্তর গঢ়চিরৌলীতে ঘটনা
রবিবার উত্তর গঢ়চিরৌলীতে কুরখেদা থেকে প্রায় ৬কিমি দূরে রাস্তার ওপরে বিস্ফোরণ ঘটে। পুলিশের গাড়ি লক্ষ্য করে , ওই বিস্ফোরণ করা হয় এবং ঘটনাস্থালেই গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। ওই ঘটনায় প্রাণ যায় গাড়ির চালক এবং গাড়ির ১৫ জন কমান্ডর। লেন্দরী পুলের কাছে ঘটনাটি ঘটেছে। ১ বছর আগে গেরিলা নেতা-নেত্রীর মৃত্যুর বদলা নেওয়ার জন্য রবিবার দিনকেই যে পোস্টার করেছিল, এটা তারই বদলা।