গণধর্ষণের অপমানে আত্মঘাতী কিশোরী !
প্রতিনিয়ত বেড়ে চলেছে অন্যায়ের সংখ্যা, ভয় পাচ্ছে না অভিযুক্তেরা। এ কোন পথে এগোচ্ছে সমাজ ?
@ দেবশ্রী : আবারও একটি গণধর্ষণের অভিযোগ উত্তের প্রদেশে।থামছেই না অপরাধ। এবারের ঘটনাস্থল, কানপুর দেহাত জেলা। শনিবার আত্মহত্যা করে, নির্যাতিতা কিশোরী। কিশোরীর পরিবারের লোকজন অভিযোগ করেন যে, কিশোরী তাদের জানিয়েছিল, তিন দুষ্কৃতী মিলে তাকে একটি বাড়িতে হাত-পা বেঁধে আটকে রেখে টানা তিন দিন ধরে গণধর্ষণ চালিয়েছিল। পুলিশে মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু অপমানিত বোধে শনিবার আত্মঘাতী হয় কিশোরী।
জেলা পুলিশ সুপার, অনুরাগ ভাট শনিবার সংবাদ মাধ্যমেদেরকে জানান, গত ১৬ নভেম্বর ওই কিশোরীকে অপহরণ করে তারই ঘনিষ্ঠ বন্ধু সানি এবং দুই সঙ্গী। সেদিনই কিশোরীর বাবা তিন যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ এবং ৩৬৬ (অপহরণ এবং কোনও মহিলাকে জোর করে বিয়েতে বাধ্য করা) ধারায় এফআইআর রুজু হয়। পুলিস কিশোরীর সন্ধান চালালেও সেসময় তার কোনো রকম খোঁজ পায়নি।
অপহরণের তিন দিন পর কিশোরীকে তার বাড়ির সামনেই ফেলে দিয়ে যায় সানিই। তারপর তার শারীরিক পরীক্ষা এবং জবানবন্দী রেকর্ড করেছিল পুলিশ কর্তৃপক্ষ। জেলাশাসক রাকেশ কুমার সিং জানান, অভিযুক্ত সানি কিশোরীর পূর্ব পরিচিত ছিল। তারা দুজনেই ভিন্ন জাতের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সানি এবং তার কাকাকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের জন্য কিশোরীকে নিজের প্রাণ নিতে হয় সেই দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন জেলাশাসক এবং এসপি।