West Bengal
গত কাল রাজভবনে পার্থ চ্যাটার্জী লুকো-চুরি করতে গিয়ে পুলিশ-সাংবাদিক বিবাদ
রাজ্যপালের ডাকা মিটিং-এ চারদলের এক দল পার্থ বাবু , সাংবাদিকদের আশা তিনি কিছু বলবেন। গরমে থাকা যাচ্ছে না এই অবস্থায় পুলিশের দুর্ব্যবহার
প্রথমত, রাজভবনের গেটের বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছেন রাজ্যের গুরুত্বপূর্ণ অবস্থা নিয়ে বৈঠক, একে একে সবাই বেরিয়ে আসে নিজেদের কথা বলে চলে গেলেন , কিন্তু পার্থ বাবু আসছেন না দেখে অনেকেই উদগ্রীব হচ্ছেন , এমন সময় পার্থ বাবু তোরি ঘোরী করে গাড়িতে উঠে বেরিয়ে যেতে দেখে সাংবাদিকরা এগিয়ে গেলেন তখন পুলিশের দুজন অফিসের সাংবাদিকদের রীতিমত ধাক্কা দিয়ে পার্থ বাবু কে গেট থেকে বার করে নিয়ে গেলেন। স্তম্ভিত হয়ে সকলে অবাক ও বিতর্ক শুরু হল পুলিশের সাথে , দাঁড়িয়ে থাকা এক অফিসার বললেন, উনি কথা বলতে চায় নি তো আমরা কি করবো। উপরওয়ালা যা বলবে তাই তো করতে হবে।