West Bengal
গাজা খাওয়ার প্রতিবাদ করায় ছুরি দিয়ে কোপানো হলো যুবককে
আহতের নাম প্রহ্লাদ সরকার বয়স ৩৮ বছর।
বাবা নিতাই সরকার বাড়ি আক্রম পুর মহাপ্রভু সরণি। বাড়ির সামনে বসে অমিত সাহা তার বন্ধুদের সাথে সোমবার বিকেলে গাঁজা খাচ্ছিল। তখন তাদেরকে গাজা খাওয়ার জন্য প্রতিবাদ করে প্রহ্লাদ সরকার, এরপর সে বাড়ি চলে যায়, অমিত সাহা বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মারে, প্রহ্লাদ মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় হাবরা জেনারেল হসপিটালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। সে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।