গেলে মিলতে পারে ভূতের দেখা, গ্রাম ছাড়া অনেক মানুষ : মালদা
মালদা : এক অদ্ভুত ঘটনা, গ্রামে নাকি ভূত প্রবেশ করেছে। এই নিয়ে ভূতের আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় । শূন্য গোটা গ্রাম। কয়েকজন বাদে সকলেই ভূতের আতঙ্কে গ্রাম ছাড়া। টেকনোলজির যুগে এই কুসংস্কারের ঘটনা প্রকাশ্যে এসেছে মালদায়।
মালদা জেলার এই গ্রামটির নাম বাসুদেবপুর। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে অবস্থিত এই গ্রামটি। বর্তমানে গ্রাম ছাড়া সকল বাসিন্দা। গ্রামে গিয়ে জানা গেল গত কয়েক মাসে এই গ্রামে বেশ কয়েকজন মারা গেছে। গ্রামবাসীদের অনুমান কোনো আত্মা তাদের মেরে ফেলেছে। তার ফলে গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ভূতের আতঙ্ক। আর এই আতঙ্ক দুই-এক জন গ্রামবাসীর মধ্যে ছড়াতে ছড়াতে গোটা গ্রামের মানুষ এখন ঘড় ছেরে গ্রাম ছাড়া আছে অন্যত্রে। এই খবর পেয়ে মালদহের এই গ্রাম, বাসুদেবপুর যান সিএমওএইচ অমিতাভ মন্ডল, পুরাতন মালদা ব্লকের জয়েন্ট বিডিও রানাদিত্য বিশ্বাস।
বিএমওএইচ সৌভিক দাস, ভাবুক অঞ্চলের প্রধান লক্ষ্মী হাঁসদা এবং আশা কর্মীরা। তারা গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বস্থ করেন ভূত এবং আত্মা বলে কিছু হয় না। এটা পুরোপুরি কুসংস্কার। ভয়ের কোনো কারণ নেই।