Economy Finance

গ্রাহকদের অজন্তেতেই এটিএম থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা।

আবারও শুরু হয়েছে এটিএম জালিয়াতি, দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ।

@ দেবশ্রী : সুরক্ষিত নয় মানুষের টাকা। জালিয়াতির অভিযোগ আবার উঠল কলকাতার এটিএম গুলির বিরুদ্ধে। যাদবপুর এবং কড়েয়া থানা এলাকা গুলিতে, এই রকম ঘটনা ঘটেছে বলে যাচ্ছে। রবিবারেই সারাদিনে, যাদবপুর থানায় মোট ১৪টি এটিএম প্রতারনার অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সকাল থেকেও এই দুই থানাতে, এই ধরনের বহু অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকরা অভিযোগ করেছেন, ডেবিট কার্ডের মাধ্যমে তাঁদের টাকা তুলে নেওয়া হচ্ছে। তবে, গতবারের মতো, এবারে কেউ গ্রাহকদের ফোন করে, ওটিপি নম্বর বা কোনো রকম পাসওয়ার্ড কিন্তু জানতে চায়নি। তার পরেও গায়েব হচ্ছে টাকা এটিএম থেকেই।

এমনকি যে সব গ্রাহকদের অ্যাকাউন্টে ১০০০০ থেকে ৩০০০০ টাকা রয়েছে, সেই টাকাও তুলে নেওয়া হয়েছে এটিএম থেকে, এমনি অভিযোগ উঠে এসেছে। তাই এটিএম থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক পড়েছে আতঙ্কিত গ্রাহকদের মধ্যে। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে দিল্লি থেকেই এটিএম প্রতারণার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। আর এমন যাতে না হয় সেই পদক্ষেপ ও নিচ্ছে কর্তৃপক্ষ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: