গ্রেপ্তার দিলীপ ঘোষের আপ্তসহায়ক ,উদ্ধার ১কোটি টাকা
নির্বাচন শেষ হওয়ার আগেই ১ কোটি টাকা উদ্ধার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপ্তসহায়ক গৌতম চট্টোপাধ্যায়ের কাছ থেকে
হয়ে গেছে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচন , এখনো বাকি অন্তিম তথা সপ্তম দফা। ফলাফল ঘোষণা হবে ২৩শে মে। কিন্তু ইতিমধ্যেই যা হলো তাতে বিজেপির পক্ষে খুব একটা মঙ্গলজনক কিছু হলো না এমনটাই বলছেন নিন্দুকেরা। রবিবার ১২ই মে রাত্রি বেলা আসানসোল রেলস্টেশন থেকে ১কোটি টাকাসহ গ্রেপ্তার করা হলো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপ্তসহায়ক গৌতম চট্টোপাধ্যায়কে। শোনা গেছে রবিবার আসানসোলের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁকে এবং লক্ষীকান্ত সাউ নামে দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আরপিএফ জওয়ানরা তাদের প্ৰশ্ন করতে শুরু করেন। কথায় কোনো মিল না পাওয়ায় অবশেষে তাদের রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি জেরায় তারা নিজেদের পরিচয় এবং দলের নাম উল্লেখ করেন। তারা জানিয়েছেন ওই টাকা নাকি তারা নির্বাচনের জন্য নিয়ে যাচ্ছিল। তবে কার কাছে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল এই ব্যাপারে কিছুই বলেননি তারা। এছাড়া তাদের কাছে প্রথমে জানা গিয়েছিল তারা নাকি ওই টাকা ব্যাঙ্কের থেকে তুলেছে , কিন্তু এই ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র মেলেনি তাদের থেকে। এমনিতেই ভারতী ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়ের ঘটনায় বিজেপির ওপর অনেকেই রুষ্ট ,তারপর এই ঘটনায় যদি বিজেপির কোনো ইন্ধন আছে জানা যায় তাহলে তার প্রভাব সপ্তম দফা নির্বাচনেও পড়তে পারে বলে মনে করছেন সমালোচকরা। আর সেক্ষত্রে বিজেপিকে পিছনে ফেলে অন্য দলের এগিয়ে যাওয়া অস্বাভাবিক কিছুই নয়।