গ্রেফতার করবে কাটমানিতে যদি অভিযোগ প্রমাণিত হয় : জানালো নবান্ন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি বিরুদ্ধে লড়াইয়ে আরও কড়া পদক্ষেপ করলেন। অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে নির্দেশ দিলেন পুলিস সুপারদের কাটমানি সংক্রান্ত বিষয়ে।
আপনি যদি কাটমানি দিয়ে থেকেন তাহলে অভিযোগ করুন , তদন্ত হবে পাবেন বিচার ,অভিযোগে সারবত্তা থাকলে ওই জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ জারি হয়েছে নবান্ন থেকে।
একই সঙ্গে।
আজ নবান্নে পশ্চিমবঙ্গ পুলিসের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং বলেন, “কাটমানি সংক্রান্ত অভিযোগ পুলিস সুপারদের গুরুত্ব দিয়ে শুনতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারী প্রাথমিক প্রমাণ পেশ করতে পারলে ওই জন প্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৪০৯ ধারায় দায়ের হবে মামলা “।
৪০৯ ধারায় দায়ের হবে মামলা সরকারি কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলে। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ওই ব্যক্তির।
মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৮ জুন নজরুল মঞ্চে কাটমানি ফেরত দেওয়ার কথা বলতেই রাজ্যজুড়ে শোরগোল পড়েছে।জেলায় জেলায় একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ।সাধারণ মানুষ টাকা ফেরত চেয়ে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।