West Bengal

গড়িয়াহাট, এক্সসাইডের পর বিধ্বংসী আগুন গ্রাস করলো দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারকে

নির্বাচনের মধ্যেই আবার আগুন গ্রাস করলো শহর কলকাতাকে ,এক্সসাইডের পর এবার যদুবাবুর বাজার

অগ্নি দেবতা যেন একটু বেশিই রুষ্ট হয়েছেন শহর কলকাতার ওপর। ফেব্রুয়ারি মাস থেকে একের পর এক আগুন লাগার ঘটনায় অন্তত তাই মনে হচ্ছে সকলের। চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ আগুন লেগেছিলো গড়িয়াহাটে। সেইসময় সরকারের তরফ থেকে অনেক ব্যবস্থা নেওয়া হলেও,চলতি মাসে কিছুদিন আগে এক্সসাইডে এবং আজ সকালে অর্থাৎ ১১ই মে  ভবানীপুরের  কাছে যদু বাবুর বাজারে আবার আগুন লাগে। ইতিমধ্যে শুরু হয়েছে লোকসভা নির্বাচন ২০১৯। ভোটের প্রচারে ব্যস্ত নেতা মন্ত্রীরা ,কিন্তু শহর কোলকাতার বুকে বার বার এই আগুন লাগার ঘটনায় স্বাভাবিক ভাবেই সরকারের দিকে আঙ্গুল তুলছে সমালোচকরা। যদিও আজকের ঘটনায় সেইভাবে কোনো ক্ষতি হয়নি , ঘটনাস্থলে যথাসময় পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন তবুও  কিন্তু সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায় কারণ বার বার আগুন লাগার ঘটনায় কেন সেইভাবে সচেতন হচ্ছেন না সরকার কেনই বা নেওয়া হচ্ছে না সচেতনতামূলক ব্যবস্থা?এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে জনতার মনে। যদিও গড়িয়াহাটের বিধ্বংসী আগুনের পর অনেক সতর্কতা নেওয়া হয়েছিল| কিন্তু সবই ২দিন আর ৪ দিন। ভোটের প্রচারে ব্যস্ত হয়ে ঠিকঠাক ভাবে পরিদর্শন হয় নি ,আর তাই আবার সেই আগের অবস্থা ,আর তাই আগুনও ধরছে  যখন- তখন যে কোন জায়গাতেই এমনটাই বলছেন সমালোচকরা।  ভোটের প্রচারে ব্যস্ত হয়ে সত্যিই কি তাহলে শহরের আর কোনো ঘটনাই নজর কাড়ছে না নেতা- মন্ত্রীদের ? প্রশ্ন জনতার|

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: