চন্দ্রকোনায় জনসংযোগ যাত্রায় হাজির অভিষেক ব্যানার্জী
পশ্চিম মেদিনীপুর:- লোকসভা নির্বাচনে দলের ফল মন ভরাতে পারে নি শাসকদলের তাবড় নেতাদের। তবে হাল না ছেড়ে ফের নতুন করে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ফের রাজ্যে তৃণমূলকে চাঙ্গা করতে কর্মী-সর্মথকদের সাথে নিয়ে রাস্তায় নামলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনার গাছশীতলা থেকে জনসংযোগ যাত্রা শুরু করলো তৃণমূল কংগ্রেস ।জনসংযোগ যাত্রায় উপস্থিত অভিষেক ব্যানার্জী, সৌমেন মহাপাত্র, ফিরহাদ হাকিম, তপন দাশগুপ্ত, বেচারাম মান্নার মতো তৃণমূল নেতা-মন্ত্রীরা।এছাড়াও মিছিলে দেখা যায় হুগলী ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় সবস্তরের নেতৃত্ব-কেই।শুক্রবার জনসংযোগ যাত্রার প্রথম দিনে চন্দ্রকোনার গাছশীতলা থেকে কালিকাপুর পর্যন্ত প্রায় ৬ কিমি হাঁটেন অভিষেক ব্যানার্জী।আগামীকাল কালিকাপুর থেকে ক্ষীরপাই পর্যন্ত শুরু হবে এই যাত্রা।এই জনসংযোগ যাত্রায় পা মেলান বহু কর্মী-সমর্থকরা।