Environment
চলচিত্র উৎসবের আসর বসছে বসুশ্রী সিনেমা হলে : আজ উদ্বোধনে অভিনেতা পরমব্রত
রাষ্টের নজরদারি বড্ড ভারী , স্বাধীনতা যাচ্ছে হারিয়ে। নাগরিকরা বড় বিপন্নতায় , দাঁড়িয়ে ধুঁকছে জনজীবন। তাই সোচ্ছার সকলেই একজোট , তাদের কথা সমাজের কথা সঙ্গে মৌলিক অধিকারের দাবিতে চলচিত্র উৎসব।
স্রোতের বিপক্ষে নতুন চর্চা আর এই নিয়ে দেশ বিদেশের ৪৫ টি চলচিত্র দেখার সুযোগ মিলবে এই উৎসবে । চলে যাওয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবের পর আবারো আন্তর্জাতিক এই উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। এই উৎসব চলবে ২৮ শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ২০১৯ , সময় ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
আজকের উদ্বোধনে থাকবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় , রাজ্যের প্রথম লোকায়ুক্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী সহ এক ঝাঁক তারকা ও সমাজ কর্মীরা , সময় সন্ধ্যা ৬ টা ।এই চলচিত্র উৎসবের পাশাপাশি থাকছে চায়ের আসরে ঝড় তোলা আলোচনা। তার জন্য আলাদা করে ব্যবস্থা থাকছে। হোক কথা , চলতে থাকুক বিতর্ক আর সঙ্গে খোঁজা হোক সমাধানের পথ।