চাকরির দাবিতে কলকাতায় অভিনব প্রচার, ৪২ সে শুন্য পেয়েও দমেনি ওরা !
আরো বেশি উৎসাহ নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সিপিআইএমের যুব বাহিনী DYFI
একদিকে যখন প্রশান্ত কিশোরীকে কয়েক কোটি টাকার বিনিময়ে ২০২০ থেকে ২০২১ জেতার লক্ষ্যে দিল্লি থেকে উড়িয়ে এনেছে। তখন বেহালার প্রসেনজিৎরা বন্ধুর বাড়ী থেকে পুরানো সিডি চেয়ে চাকরির দাবিতে কলকাতা কর্পোরেশনে নিয়োগ চাইছে। ২২ হাজার শুন্য পদ পূরণের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে ওদের দাবির কথা তুলে ধরছে। প্রচারে অভিনবত্ব আছে বলাই যাই।
সাধারণ মানুষ পথ চলতি সবার চোখ যাচ্ছে গাছে কিংবা ল্যাম্প পোস্টে , ঝুলছে রয়েছে ২২ হাজার চাকরির দাবি কলকাতা কর্পোরেশনের কাছে। প্রসেঞ্জিতরা বলছে মেয়র বদল হয় কিন্তু আমাদের চাকরি অধরায় রয়ে যায়। একটু দূরে দাঁড়িয়ে তৃণমূলের সমর্থক সঞ্জীব দাস বললেন , আমরা কি বলবো, সবই কাটমানিতে হচ্ছে। আমার বাড়ির ছেলে মেয়ে আছে কাকে বলবো আর কত টাকা দেব। অবসর নিয়েছি মুদির দোকান চালাই কাটমানি কোথায় পাবো।