Nation

চারমিনারের চাঙড় ভেঙে আতঙ্ক এলাকায়

হায়দ্রাবাদে চারমিনারের চাঙড় ভেঙে আতঙ্ক ছড়ালো এলাকায় , আজ ঘটনাস্থলে যাবেন ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র বিশেষজ্ঞরা

গতকাল অর্থাৎ বুধবার রাতে হঠাৎই ভেঙে পড়লো হায়দ্রাবাদ চারমিনারের অংশ। তবে এই ঘটনায় , কেউ ক্ষতিগ্রস্ত্র হয়নি । ১৫৯১সালে তাজিয়ার আদলে তৈরী হয় হায়দ্রাবাদের এই চারমিনার। আগে এখানে, জনগণের ওঠার অনুমতি থাকলেও, বর্তমানে তা আর নেই। গতবছর বৃষ্টিতে চারমিনার ক্ষতিগ্রস্ত হলেও তার মেরামতি হয়েছিল।স্থানীয়রা মনে করছেন যে ওই সময় হাতুড়ি এবং ড্রিল চালানোর জন্য চারমিনার ক্ষতিগ্রস্ত্র হয়েছে এবং বর্তমানেও যেহেতু, নিয়মিত মেরামতি চলছিল ,তাই তাদের ধারণা ওই কারণেই চারমিনারের চাঙড় ভেঙে পড়েছে ,তবে যতক্ষণ না ‘আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া’র বিশেষজ্ঞরা চারমিনার পরিদর্শন  করছেন, ততক্ষন সঠিক খবর জানা সম্ভব না।আজকেই তাদের চারমিনার পরিদর্শনে যাওয়ার কথা আছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: