Entertainment

চার হাত হতে চলেছে একসাথে, নতুন জুটি সৃজিত-মিথিলার।

বহু সমালোচনার পর, বিয়ের মরশুমে বিয়ের দলে যোগ দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

@ দেবশ্রী : চলছে বিয়ের মরশুম, আর এই বিয়ের মরসুমেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং রাফিয়াত রশিদ মিথিলা। আর বিয়ে আজকেই অর্থাৎ শুক্রবার। তবে এখন শুধু রেজিস্ট্রি বিয়ে।

কিছু দিন ধরেই সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছিল। কেউ বলছিলেন, নতুন বছরের শুরুতে বিয়ে করবেন ওঁরা। আবার কেউ বলেছিলেন সাত পাকে বাঁধা পড়বেন মার্চ মাসে। এই বিষয়ে পরিষ্কারভাবে কেউ কিছু বলেনি। সৃজিত মুখোপাধ্যায় এবং রাফিয়াত রশিদ মিথিলা কেউই নিজেদের সম্পর্পকের কথা সবার সামনে মানতে চায়নি। প্রত্যেকবার নিজেদেরকে ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছে। তবে পরিচালক একবার নিজে অবশ্য জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়েটা সারবেন তাঁরা। কিন্তু কবে সেই শুভদিন তা কিন্তু তখনও জানা যায়নি।

সূত্রের খবর, এই নতুন জুটির পরিকল্পনা অনুসারে শুক্রবার দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে রেজিস্ট্রি সেরে ফেলতে চলেছেন তাঁরা।

পরিচালকের বিয়ে, আর কে কে অনুষ্ঠানে আমন্ত্রণ বা বিয়ের মেনু কী তা জানতে চাওয়ায় পরিচালক সৃজিত জানান, “ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে। টলি পাড়া থেকে রুদ্রনীল,ইন্দ্রদীপ দাশগুপ্ত,শ্রীজাত থাকছেন। এ ছাড়াও যিশু-নীলাঞ্জনাও থাকবেন। মিথিলা যাঁদের চেনে, তাঁদেরকেই বলা হয়েছে।” খুবই কাছের কিছু মানুষ নিয়ে হবে এই বিবাহের অনুষ্ঠান।

পরিচালক জানলেন যেতেতু ঘরোয়া অনুষ্ঠান, তাই খাওয়াদাওয়ার ব্যবস্থাও সমগ্রটাই ঘরোয়া। তিনি এ ও জানালেন,মাস দু’য়েক পরে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ টলিপাড়ার বাকিদের নিয়ে একটা বড় অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: