Big Story
চিটফান্ড তদন্তের রূপরেখা নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আসছেন নাগেশ্বর রাও
সিবিআই সূত্রে খবর আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকা মাথাদের ধরতে আজকের বৈঠকে রণনীতি তৈরি হতে পারে বলে।
সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাও আজ শহরে আসছেন । নিজাম প্যালেসের সিবিআই-এর অফিসে আসছেন তিনি।হতে পারে বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে খোঁজ খবর নিতেই রাজ্যে আসছেন নাগেশ্বর রাও।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, বৈঠক করবেন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের সঙ্গে , যেসব গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিবিআই-এর হাতে রয়েছে, সেগুলির অগ্রগতি নিয়ে জানতে । চিটফান্ড দুর্নীতি ও নারদা কেলেঙ্কারি তদন্ত গুরুত্ব পাবে এই বৈঠকে। নাগেশ্বর রাও আলাদা ভাবে বসবেন নারদা মামলা সহ বিভিন্ন চিটফান্ডের আর্থিক কেলেঙ্কারির তদন্তের দায়িত্বে যেসব সুপারভাইজিং অফিসাররা রয়েছেন।