Sports Opinion

চিন্তার ভাঁজ ভারতের

অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের কতগুলি দিক নিয়ে ভাবনা ভারতের

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে ভারত।  রোহিত শর্মার ব্যাটিং মাত্র ২২৮ রানের লক্ষ্যমাত্রা ভেদ করে।  তবে কালকের ম্যাচের কিছু বিষয় চিন্তায় রাখে ভারতকে।

শিখর ধাওয়ান মাত্র ১২ বল খেলে ৮ রান করেন।  বিশ্বকাপের দুটি প্র্যাকটিস ম্যাচের মতোই এই ম্যাচেও তিনি সস্তায় ফিরে যান ডাগআউটে।  রোহিত শর্মা শতরান করলেও সারা ম্যাচে তাঁর তিনটি নিশ্চিত ক্যাচ মিস করে প্রোটিয়ারা।

মহেন্দ্র সিংহ ধোনির খারাপ উকেটকিপিং, বারবার তার হাত ফসকে বল বেরিয়ে যেতে দেখা যায়।

আগের দুটি প্র্যাক্টিস ম্যাচের মতন  অধিনায়ক বিরাট সেট হওয়ার পর আউট হয়ে গিয়েছেন।

বিশ্বের অন্যতম শ্ৰেষ্ঠ ফিনিসার মহেন্দ্র সিংহ ধোনি এদিন রোহিত শর্মার সঙ্গে ভালো পার্টনারশিপে  ভারত কে জয়ের রাস্তায় নিয়ে গেলেও মাঝপথেই ক্রিস মরিসের শিকার হন তিনি।  ডেল স্টেইন দলে না থাকায় ভারতের ব্যাটিং অনেক সুবিধাজনক হয়েছে। শুধু ডেল স্টেইন নয়  লুঙ্গি এনগিডিও  চোটের কারণে খেলেনিনি এই ম্যাচেও। তাই সেই দল কে হারিয়ে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই ভারতের।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: