Sports Opinion

চুনী গোস্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ সৌরভ, জানালেন ট্যুইটে

এক অসাধারন প্রতিভাবান মানুষ ছিলেন চুনী গোস্বামী, তাঁর মৃত্যুতে ক্রীড়া জগতে তৈরী হল বড় শূন্যস্থান

@ দেবশ্রী : এ যেন এক অভিশপ্ত বছর। একের পর এক খারাপ খবরই আসছে কেবল। গতকাল চির বিদায় নিলেন কিংবদন্তী ভারতীয় ফুটবলার চুনী গোস্বামী। তাঁকে শেষ শ্রদ্ধা জানান সৌরভ গাঙ্গুলি ও বিসিসিআই। শুক্রবার বিকেলে চুনী গোস্বামীর প্রয়াণের পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইট করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। আসলে চুনী গোস্বামী বিখ্যাত ফুটবলারের পাশাপাশি ছিলেন বড় মাপের ক্রিকেটারও।

দীর্ঘদিন বাংলার হয়ে রঞ্জি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। বিসিসিআইয়ের ট্যুইটে অলরাউন্ডার আখ্যা দিয়ে চুনী গোস্বামীর কৃতিত্বের কথা তুলে ধরা হয়। শুক্রবার রাতে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব চুনী গোস্বামীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভও ট্যুইট করেন। ট্যুইটে প্রিয় চুনীদাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সৌরভ লেখেন, “হঠাত্‍ করে এতজন কাছের মানুষের চলে যাওয়ার খবরে মর্মাহত। ক্রীড়াজগত তার আরও এক নায়ককে হারাল। আপনার আত্মার শান্তি কামনা করি চুনীদা। ফুটবলের সর্বকালের সেরা। সায়াহ্নে এসে জীবন সব হিসেব বুঝে নেয়। কিন্তু এবারেও আপনিই জিতলেন।”

তাঁর ভাল নাম সুবিমল গোস্বামী। কিন্তু ময়দান-সহ গোটা বিশ্ব তাঁকে চিনত চুনী গোস্বামী হিসেবেই। ফুটবল পায়ে হোক কিংবা ব্যাট-বল হাতে একের পর এক নজির গড়ে গিয়েছেন তিনি। একাধিক খেলায় পারদর্শী ছিলেন চুনী গোস্বামী। একদিকে, ফুটবলে ভারতের অধিনায়ক হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতেছেন। আবার বাংলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খেলেছেন রঞ্জি ফাইনাল। আবার ফুটবলে একের পর এক গোল করছেন। অন্যদিকে, ক্রিকেটে বল হাতে রোহন কানহাইয়ের মত দুরন্ত ক্যরিবিয়ান ব্যাটসম্যানকে আউট করেছেন। তাঁর মত এমন বিরল প্রতিভা খুঁজে পাওয়া বেশ কষ্টকর।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: