Life Style
চুলের ধরণ অনুযায়ী ব্যবহার করুন কন্ডিশনার , উপকার মিলবে সহজেই
পাতলা চুল ভালো রাখতে শ্যাম্পুর পর নয়, আগেই ব্যবহার করুন কন্ডিশনার
চুল ভালো রাখতে শ্যাম্পু ব্যবহারের পর অনেকেই কন্ডিশনারের ব্যবহার করেন। কিন্তু আপনি জানেন কি ? সবক্ষেত্রে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা আপনার চুলের ক্ষেত্রে ভালো নাও হতে পারে। কারণ আপনার চুলের ঘনত্ব যদি কম থাকে বা চুল যদি তেলতেলে হয় তাহলে সেক্ষত্রে শ্যাম্পুর পরে না আগে কন্ডিশনার ব্যবহার করলে চুলের নরিসমেন্ট অনেকদিন পর্যন্ত থাকায় চুল দেখতে ঘন লাগে। এই ধরণের চুলের ক্ষেত্রে সাধারণত একদিন অন্তর শ্যাম্পু করা উচিত কিন্তু আপনি যদি শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করেন তাহলে চুলের ভলিউম সাতদিন পর্যন্ত থাকে এবং চুল দেখতেও ভালো লাগে। তবে মাথায় রাখবেন চুল যদি ঘন এবং শুষ্ক হয় তাহলে কিন্তু শ্যাম্পুর পরেই ব্যবহার করুন কন্ডিশনার।