Sports Opinion
চেন্নাইকে পরাজিত করে চতুর্থবার আইপিএল জিতলো মুম্বাই
মাত্র ১রানের জন্য ধোনি বাহিনীকে হারিয়ে আইপিএল-এ চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স

শেষ হলো আইপিএল ২০১৯।রবিবার ১২ই মে ছিল চেন্নাইয়ের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স-এর ফাইনাল। শেষ দিন ম্যাচে ছিল টানটান উত্তেজনা। ওইদিন টসে জিতে রোহিত শর্মারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এবং ১৪৯ রানের শেষে ১৫০রানের টার্গেট রাখে চেন্নাইয়ের কাছে। তবে চেন্নাইয়ের প্লেয়াররা ভালো খেললেও শেষ পর্যন্ত শেষ বলে যখন ২রান তোলার বাকি তখন মালিঙ্গার বলে আউট হয়ে যান চেন্নাইয়ের শার্দূল ঠাকুর। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সবথেকে বেশি রান তোলেন কায়রোন পোলার্ড। এই নিয়ে চারবার আইপিএল চ্যাম্পিয়ান হলো রোহিত বাহিনী।