Entertainment
ছাদনাতলায় যাচ্ছেন ঐশ্বর্যা ! গুজব ইন্ডাস্ট্রিতে, বচ্চন না রাজেশ !
সিঙ্গেল থেকেই তিনি খুশি জানালেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বর্যা রাজেশ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বর্যা রাজেশ। কিছুদিন ধরেই এমনই গুজব ছড়াচ্ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রিতে । কিন্তু গুজবে জল ঢাললেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি সিঙ্গেল। সুতরাং কেউ যদি ভেবে থাকেন তিনি প্রেম করছেন বা খুব শিগগিরিই বিয়ে করবেন তা একদমই ভুল। এমনটাই জানিয়েছেন তিনি। তিনি নাকি ব্যস্ত তার আগামী ছবি অরুণরাজা পরিচালিত ‘কানা’র প্রস্তুতি নিয়ে। এই ছবিতে এক মহিলা ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাকে।