West Bengal
ছাপ্পা ভোট মারতে গিয়ে ধরা পড়লো নকল পুলিশ
অর্থের বিনিময়ে ছাপ্পাভোট দিতে গিয়ে ধরা পড়লো নকল পুলিশ
হাড়োয়ার বক জুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর বুথে ছাপ্পা মারতে গিয়ে ধরা পড়লো বাবুর আলী শেখ নামে এক ব্যাক্তি । জানা গেছে নকল পুলিশের পোশাকে ,ওই ব্যাক্তি বিজেপির হয়ে ভোট দিতে যান। ব্যাক্তিটি বসিরহাটের মালতীপুরের বাসিন্দা। জানা গেছে ছাপ্পা ভোট দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে অর্থ পেয়েছেন তিনি। ওই ব্যাক্তিকে গ্রামবাসীরা ইতিমধ্যেই , কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে।