ছেলেদের নিয়ে দুর্গা পুজোয় মেতে উঠলেন সুদীপা
নতুন অতিথি আদিদেবের সাথে প্রথম পুজোটা জমিয়ে কাটাচ্ছেন সুদীপা-অগ্নিদেব
প্রেরণা দত্ত: অভিনেত্রী, সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় দুই ছেলে আকাশ ও আদিদেবকে নিয়ে দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছেন। শ্বশুরবাড়ির দুর্গাপুজোর তোড়জোড় ঘিরে ব্যস্ত সুদীপা ও স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় । বনেদীবাড়ির যৌথ পরিবারে তাই সবাই এখন ব্যস্ত ।
চট্টোপাধ্যায় বাড়ির বড়
ছেলে আকাশও মেতে
উঠেছে পুজোর আনন্দে
। অগ্নিদেবের আগের পক্ষের
ছেলে আকাশ । আর এ পক্ষের
ছেলে আদিদেব । সকলকেই এই
পুজোর আনন্দে একসঙ্গে
মিলেমিশে যেতে দেখা
গেলো।।অগ্নিদেব চট্টোপাধ্যায়ের
বাড়ির পুজো বেশ
জনপ্রিয়। তাই এই
বছরও নিয়ম করে পুজোর
সমস্ত আচার পালন
করছেন স্ত্রী সুদীপা
চট্টোপাধ্যায়। সেই
নিয়মের অন্যথা হয়নি
একদমই ।
সেই ভিডিওই শেয়ার
করলেন পরিচালকমশাই । আর সেখান থেকেই
পরিবারের ছবিটা ফুটে
উঠল । লালপাড়
সাদা গরদের শাড়িতে
সুদীপা যেন মা
হিসাবেও তার অন্য রূপ
ফুটিয়ে তুলেছেন । আদিদেবের পরনে
ছিল লাল-হলুদ
ধুতি-পাঞ্জাবী । পঞ্জাবীতে অগ্নিদেব ও বড়
ছেলে আকাশকেও ভালো মানিয়েছিল ।