Culture
ছোট বাজেটের বড় পুজো সরশুনা সতীন স্মৃতি সংঘ ”৪”
কোটি টাকার পুজোর বিপক্ষে ৫ লক্ষের যোগান , লড়াই বড় বেমানান। তবে 'যুব কল্যাণ শারদ সম্মানের ২০১৯ ' চোখে এগিয়ে থাকা পুজোর তালিকায় ঢুকে পড়লো।
সতীন স্মৃতি সংঘ : এবারের ভাবনা মুক্তি , আর্থিক ও সামাজিক সঙ্গে উঠে আসছে বিশ্ব মানবতার মুক্তির পথ দেখাবে এই পূজা প্রাঙ্গন। সাম্প্রতিকতম অবস্থানের পরিপেক্ষিতে এই ভাবনা। ৫ লক্ষ্য টাকার মোট বাজেট , তবে উদ্যোগের ক্ষেত্রে কোন কমতি নেই। বাড়ে বার উঠে এলো একটাই কথা প্রতি বাদের ভাষা যে ভাবে রাষ্ট্র শক্তি দমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত , সেই ক্ষেত্রে এই মন্ডবে উঠে আসবে সেই সব কথা। এটা একটা রাজনৈতিক থিম হলেও সেটা কিন্তু পার্টি পার্টিপলিটিক্স নয়। বরং রাজনীতির নোংরা দলাদলির বিরুদ্ধে এক জোট এই উদ্যোগ।