West Bengal

জওয়ানদের বিরুদ্ধে অশালীন আচরনের অভিযোগ

অন্ধকার ট্রেনের কামড়ায় অভব্য আচরনের স্বীকার ছাত্রীরা

শিক্ষামূলক ভ্রমণ সেরে কলকাতার উদ্দেশে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কামরায় উঠেছিলেন বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ১৯ জন ছাত্রী এবং ওই স্কুলের অধ্যক্ষা বিদিশা ঘোষদস্তিদার ওই কামরায় ওঠে ২০ জন সেনা জওয়ানের একটি দল-ও। বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, ট্রেনের আলো অফ হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে অভব্য আচরণ করেন জওয়ানরা। অধ্যক্ষা বিদিশা ঘোষদস্তিদারকেও অশালীন মন্তব্য করা হয়। এর পর, জওয়ানদের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়। শিলিগুড়ি জংশনে ট্রেন পৌঁছলে রেল পুলিসের কাছে লিখিত অভিযোগ জানান প্রিন্সিপাল।পড়ুয়াদের অভিযোগ ভিত্তিতে দু’জনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে   তারপর তাঁদের গ্রেফতার করে জিআরপি। বৃহস্পতিবার-ই  সেনার হাতে তাদের তুলে দেওয়া হয় ওই দুই জওয়ানকে।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: