জম্মু কাশ্মীরের “৩৫৬” রাষ্ট্রপ্রতি স্বাসন বাড়লো আরো ৬ মাস: অমিত শাহ
তবে ভারতীয় সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদের আঁওতায় না পড়ার কারণে জম্মু ও কাশ্মীরের রাজ্য সংবিধানের ৯২ নম্বর ধারা অনুসারে নেওয়া যাবতীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এই ব্যাপারে সংবিধানের ৭৪ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ মেনে অনুমোদন দেন রাষ্ট্রপতি।
অমিত শাহ বক্তব্য রাখলেন দেশের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখছেন
১) জম্মু কাশ্মীরে বাড়লো ছয় মাসের রাষ্ট্রপতির শাসন
২) রাজ্যপাল সত্যপাল মালিকের রিপোর্ট পাওয়ার পরে গত সোমবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র
৩)১৯ ডিসেম্বর উপত্যকায় শেষ হল রাজ্যপালের শাসন
৪) গত জুন মাসে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে বিজেপি সমর্থন তুলে নিলে তা সংখ্যালঘু হয়ে পড়ে, যার জেরে জম্মু ও কাশ্মীরে ছয় মাসের জন্য রাজ্যপালের শাসন আবশ্যিক হয়ে পড়ে।
৫) ছয় মাসের রাজ্যপালের শাসনের মেয়াদ শেষ হওয়ার পরে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি হতে চলেছে
৬) রাজ্যপাল সত্যপাল মালিকের রিপোর্ট পাওয়ার পরে গত সোমবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র।
৭) ১৯ ডিসেম্বর উপত্যকায় শেষ হল রাজ্যপালের শাসন। গত জুন মাসে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে বিজেপি সমর্থন তুলে নিলে তা সংখ্যালঘু হয়ে পড়ে, যার জেরে জম্মু ও কাশ্মীরে ছয় মাসের জন্য রাজ্যপালের শাসন আবশ্যিক হয়ে পড়ে।
৮) সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি শাসনের মেয়াদ তিন বছরের বেশি বলবৎ হতে পারে না।
৯) তবে এর ব্যতিক্রম ঘটাতে পারে যদি নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে কমিশনকে জানাতে হবে যে, রাজ্যে বিধানসভা নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। (ভিডিও সৌজন্য : লোকসভা টিভি )