West Bengal

জল্পনা নয় বাস্তবে চলে যেতে পারেন তৃণমূল এর অনেক নেতা বিজিপি তে

ইঙ্গিত দিলেন নাম করলেন না কৈলাশ বিজয়বর্গী

অনেক সমালোচনার মধ্যে আলোচনা সর্বত্র বিজেপি কি আসছে ? সাথে কটা পাবে এই রাজ্যে। অলিতে গলিতে হওয়া তৃণমূল এর বিপক্ষে , দলের ভোট ম্যানেজাররা বোঝাতে গিয়ে মাথা গরম করে ঝগড়ার সৃষ্টি হচ্ছে। তৃণমূল এর ক্লাব কর্মকর্তা যারা পুজোর বাজারে নাম ডাক ওয়ালা , তারাও নেমেছেন পাড়ায় পাড়ায়। গোপনে চলেছে বৈঠক সল্টলেক থেকে বেহালা , জেলা থেকে মোফৎসাল থেকে সবটাই সেরে রাখছেন রাজনৈতিক কারবারিরা। কৈলাশ বিজয়বর্গীয় সাংবাদিক দের মুখোমুখিতে এই ইঙ্গিত দিলেন , তবে খুব সাবধানী খোলসা কিছুই করলেন না

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: