Big Story

জাতীয় সড়ক জ্বলছে দাউদাউ করে : মিনিবাস ও মোটরবাইকে মুখোমুখি সংঘর্ষ

60 নম্বর জাতীয় সড়কে মিনি বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে : নিহত ১ জন আহত কমপক্ষে 30

মিনি বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন আহত কমপক্ষে 30। মৃত ব্যক্তির নাম পরম টুডু বয়স 22 বাড়ি কেন্দা এলাকায়। দুটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে 60 নম্বর জাতীয় সড়ক জামুরিয়া চাকদোলা ব্রিজের কাছে ।প্রত্যক্ষদর্শীদের দাবি মিনিবাসটি জামুরিয়া থেকে উখড়া যাচ্ছিল ।অপর দিক থেকে আসা এক মোটর বাইক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।এর ফলে মোটরবাইকটি ঐ মিনিবাসের ভেতর ঢুকে যায় ।মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ।এরপরে দুটি গাড়িতে আগুন লেগে যায়।

রাণীগঞ্জ থেকে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে যাত্রীদেরকে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় ।এর মধ্যে 8 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা হসপিটাল সহ অন্যান্য হসপিটালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য 60 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: