Economy Finance

জালিয়াতি রুখতে এসবিআই এর নতুন পদক্ষেপ।

বাড়ছে এটিএম জালিয়াতি, তাই টাকা তুলতে এবার লাগবে ওটিপি।

@ দেবশ্রী : এখন চারিদিকেই এটিএম জালিয়াতির খবর শোনা যাচ্ছে। উধাও হয়ে যাচ্ছে গ্রাহকদের টাকা। নানানভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। তাই গ্রাহকদের সুরক্ষার জন্যই এবার নতুন ব্যবস্থা চালু করছে দেশের সর্ববৃহত্‍ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২০ সালের ১লা জানুয়ারি থেকেই এই নয়া ব্যবস্থা চালু করা হবে। এসবিআই জানিয়েছে, আপাতত রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এটিএম থেকে টাকা তুলতে গেলে গ্রাহকের ব্যাঙ্কে দেওয়া ফোন নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। ওটিপি পাওয়ার পর তা দিলে তবেই এটিএম থেকে টাকা তোলা সম্ভব হবে।

গ্রাহকদের সুরক্ষার জন্যই এই নয়া পদক্ষেপের কথা জানিয়েছে এসবিআই। তবে এই ওটিপি আপাতত ১০ হাজার টাকার ওপর তুলতে গেলেই লাগবে। কেবলমাত্র এসবিআই এটিএম-এর ক্ষেত্রেই এই ওটিপি বন্দোবস্ত কার্যকরী হবে। ফলে দাঁড়াল যে, ১ জানুয়ারি থেকে কোনও এসবিআই-এর গ্রাহক এসবিআই এটিম থেকে ১০ হাজার টাকার ওপর অঙ্ক তুলতে গেলে রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে ওটিপি কোনো ছাড়া টাকা তুলতে পারবেন না।

স্কিমড বা ক্লোনড কার্ড কাজে লাগিয়ে এটিএম জালিয়াতির হাত থেকে রুখবে এই পদ্ধতি বলে মনে করছে এসবিআই। এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, যখনই গ্রাহক কত টাকা তুলতে চান তা এটিএম মেশিনে লিখবেন, তখন তাঁর কাছ থেকে একটি ওটিপি জানতে চাইবে মেশিন। ওটিপি-টি ততক্ষণে তাঁর মোবাইলে চলে আসবে। সেই ওটিপি বসানোর পরই পাওয়া যাবে টাকা। এতে গ্রাহকদের জালিয়াতির হাত থেকে অনেকটা রক্ষা করা যাবে বলে মনে করছে ব্যাঙ্ক। আর তাতে এটিএম জালিয়াতির পরিমান কমবে বলেও মনে করা হচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: