জুটি এবার সৃজিত-মিথিলার।
বহু সম্পর্ক নিয়ে গুঞ্জনের পরে, শেষ পর্যন্ত বাংলাদেশে গিয়ে থামলেন পরিচালক।

@ দেবশ্রী : টলি পাড়াতে বাজতে পারে, বিয়ের সানাই। এমনই খবর পাওয়া যাচ্ছে, ঘনিষ্ট মহল থেকে। পরিচালক, সৃজিত মুখোপাধ্যায় এর সাথে, বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সম্পর্কের গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো। তাদের সম্পর্ক যে আরও গাঢ় হচ্ছে তাও শুনতে পাওয়া যাচ্ছিলো। তবে এবারে উঠে আসে তার বিয়ের কথা। ঘনিষ্ঠ মহল থেকে খবর পাওয়া যায় যে, আগামী বছর বাংলাদেশি অভিনেত্রী তথা গায়িকা রাফিয়াথ রাশিদ মিথিলার সাথে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় গাঁট বাঁধতে চলেছেন।
সূত্রের খবরের মাধ্যমে জানা যায়, বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী বছর ২০২০ সালের ২২শে ফেব্রুয়ারী। দুই পরিবারের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। চলছে কেনাকাটাও তবে এ বিষয়ে ওঁরা দুজনে কেউই মুখ খোলেনি এখনও পর্যন্ত। সৃজিত মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, বিয়ে নিয়ে কোনো রকম কথা বলতে চান না। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশে রয়েছেন, অনুষ্ঠানিক ভাবে মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতে। তবে এই প্রসঙ্গে সৃজিত বলেন যে মিথিলার পরিবারকে তিনি বহু বছর ধরে চেনেন, সেখানে যাওয়ার জন্য তাঁর আলাদা করে কোনো কারনের প্রয়োজন নেই।
তাদের সম্পর্ক নিয়ে কখনোই সামনে আসতেন না দুজনে। জিজ্ঞাসা করা হলে নিজেদেরকে খুব ভালো বন্ধু বলে, বিষয়কে এড়িয়ে যেতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে, বাংলা হোক কি ওপার বাংলা দুই জায়গাতেই তাদের একসাথে প্রায়সই দেখা যেত। দুজন, দুজনের পারিবারিক অনুষ্ঠান গুলিতেও উপস্থিত থেকেছেন একসাথে।
সৃজিত মুখোপাধ্যায়ের সাথে মিথিলার ঘন ঘন দেখার কথা ওঠাতে, মিথিলা জানান তারা অনেকদিন ধরে একে অপরকে চেনেন আর এখন কাজের সুবাদেই বেশি করে দেখা হচ্ছে। এছাড়া কিছুই না।