Weather

জুন মাসের প্রথম সপ্তাহেই আসছে বর্ষা

জুন মাসের প্রথম সপ্তাহেই আসছে বর্ষা , বলছে আবহাওয়া দফতর

অত্যাধিক গরমে ক্লান্ত জনজীবন , কবে বর্ষার দেখা মিলবে তার আসায় সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা শোনালেন বর্ষা আসতে জুনের প্রথম সপ্তাহ হয়ে যাবে। এর আগে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট  জানিয়েছিল যে কেরলে জুন মাসের প্রথম সপ্তাহে  বর্ষা ঢুকবে। এবার সেই একই কথা বললেন  দেশের সরকারি আবহাওয়াবিদরাও। তবে স্কাইমেট বলেছিলো জুনের ৪ তারিখ নাগাদ বর্ষা ঢোকার ব্যাপারে আর আবহাওয়াদপ্তর সেই জায়গায় ৬তারিখের কথা বলেছে। তবে এবার স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হবে বলে জানিয়েছে আবোহাওয়া দফতর। 

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: